ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ে তপু বর্মনরা। তবে জনির গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। নির্ধারিত সময় শেষ হবার পর অতিরিক্ত সময়ে পাপনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে এক পরিবর্তন নিয়ে দল সাজান কাবরেরা। সায়েদ কাজেম কিরমানির জায়গায় সুযোগ পান মজিবর রহমান জনি। প্রথমার্ধ শেষ হবার আগে সমতাসূচক গোলটি করেন তিনিই।
ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে হানা দেয় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন জনি। তবে তার দেয়া পাস থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। তবে তপু বর্মনের ভুল পাস থেকে ঠিকই ফায়দা তুলে নেয় মালদ্বীপ। তার ভুলের মাশুল দিয়ে খেলার ২৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আগের ম্যাচের মতো এবারও মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির।
প্রথমার্ধ শেষ হবার ২ মিনিট আগে মোরসালিনের সঙ্গে ফাহিমের পাস গিয়ে ঠেকে জনির পায়ে। সেখান থেকে বল নিয়ে সামনে থাকা প্রতিপক্ষের চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোড়ালো শট নেন গোলে। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। বিরতির আগে সমতায় ফেরে বাংলাদেশ।