<

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত

রাজশাহী শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও তার দলবল কর্তৃক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম ও সচিব প্রফেসর হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শিক্ষা বোর্ড ভবনে এই ঘটনা ঘটে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল জানান, একজন সেবাগ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়মসহ কয়েকটি অভিযোগে উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাবরক্ষণ অফিসার আমিনুল করিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।

সেই সিদ্ধান্ত পাল্টে দেয়ার জন্য অভিযুক্ত দুজন স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে চেয়ারম্যান ও পরে সচিবের অফিস কক্ষে হামলা চালিয়। সে সময় চেয়ারম্যান ও সচিবকে লাঞ্ছিতও করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় অভিযুক্ত দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও দুই কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।