<

দৌলত‌দিয়ায় ফে‌রির টিকিটে অ‌তি‌রিক্ত টাকা নেয়ায় ৩ জনের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়া ফেরিঘাটে নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। পরে মোবাইল কো‌র্ট প‌রিচালনার মাধ্যমে প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী গোয়ালন্দের নুরু মন্ডল পাড়ার মোঃ শহিদ প্রামানিকের ছেলে আমজাদ হোসেন প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বর পাড়ার মোঃ তারক আলী খাঁ’র ছেলে মোঃ এলাহী খাঁ (৩২) ও শাহদত মেম্বর পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।

জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ফেরি পারাপারের ভাড়া নেয়ার অপরাধে ৩ জনকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ  সময় তারা প্রতি গাড়ি থেকে ১শ থেকে ২শ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল।