<

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৩

পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে ৩১ হাজার পিস নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ টাপেন্টাডল ও আরেক অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে একথা জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন।

গ্রেফতাররা হলেন সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।

তিনি বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বাবুবাজার চেকপোস্টে একটি গাড়ি তল্লাশি করে দুটি বক্সের ভেতরে দেশে আমদানি নিষিদ্ধ, ব্যথানাশক ও হেরোইনের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩১ হাজার পিস টাপেন্টাডল ওষুধ পাওয়া গেছে। এসময় একজন যাত্রী ও চালককে আটক করা হয়েছে। এসব ওষুধ ভারত থেকে বিভিন্ন অবৈধ পথে দেশে আসে বলে জানিয়েছে গ্রেফতারকৃতরা।

এদিকে, সূত্রাপুর থানা এলাকায় আরেক চেকপোস্টে একজন পথচারীর ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। নাসিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাইয়ে ব্যথানাশক হিসেবে ব্যবহৃত টাপেন্টাডল ওষুধকে মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করে সরকার। মাদকসেবীরা ওই জাতীয় ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলে যুক্ত করা হয়।