মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ১৭৯ ইলেক্টোরাল ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট।
নির্বাচনের আগে থেকেই সবার নজর ছিলো দোদুল্যমান রাজ্যেগুলোর দিকে। সেই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন যে পরিস্থিতি তাতে সব কটিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির তথ্যমতে, ইতিমধ্যে দোদুল্যমান অঙ্গরাজ্যের তিনটিতে অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই তিন রাজ্যের মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫ এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, মিশিগানে ও উইসকনসিনে এগিয়ে ট্রাম্প, তবে অ্যারিজোনায় দুজনেই সমান ভোট পেয়েছে।