<

চাল-ডালের সঙ্গে নিজের দোকানে ইয়াবাও বিক্রি করতেন সাবেক ইউপি সদস্য

দোকানে থরে থরে সাজানো চাল-ডাল, তেল, বিস্কুটসহ নানা সামগ্রী। এসব পণ্য বিক্রির পাশাপাশি ওই দোকানে ইয়াবাও বিক্রি হতো। তবে দোকানের মালিক প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খোলেনি এত দিন। গতকাল সোমবার দিবাগত রাত একটায় সেনাবাহিনীর একটি টহল দল ইয়াবা বিক্রির সময় আটক করে ওই দোকানমালিককে।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট সড়ক এলাকায় ‘রাহা-জিহা সুপারশপ’ নামের ওই মুদিদোকানের অবস্থান। সাবেক ইউপি সদস্য আবুল কাশেম (৫২) দোকানটির মালিক। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ আবুল কাশেমকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আবুল কাশেম লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত নির্বাচনে তিনি পরাজিত হন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মুদিদোকানটিতে মুদি মালামালের পাশাপাশি গোপনে ইয়াবা বিক্রি করতেন আবুল কাশেম। গভীর রাত পর্যন্ত খোলা থাকত দোকান। এর আগেও তিনি বেশ কয়েকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু জামিনে এসে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লোহাগাড়া জোনের দায়িত্বপ্রাপ্ত মেজর আহসানুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে লোহাগাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।