<

শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু, গ্রেফতার ১

শেরপুরে খাবারের সন্ধানে এসে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি বন্যহাতি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে জেলার নালিতাবাড়ী সীমান্তের বাতকুচি রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খাবারের সন্ধানে প্রায়ই সীমান্তের পাহাড়ি গ্রামে হানা দেয় বন্যহাতির দল। আমন ধানের মৌসুমে হাতিদের আনাগোনা আরও বেড়ে যায়। ক্ষেতের ফসল বাঁচাতে জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রেখেছিলেন কয়েকজন কৃষক। রাতে হাতির দল খাবারের খোঁজে ধানক্ষেতে গেলে, বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায় একটি হাতি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।

শেরপুরের সহকারী বন সংরক্ষণ মো. সাদেকুল ইসলাম খান বলেন, বন্যহাতি যেন মারা না যায় এ জন্য আমাদের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের শেরপুর জেলায় ৩৪টি এআরটি টিম আছে। আমরা এআরটি টিমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। এ ঘটনার সঙ্গে ১০ থেকে ১২ জন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।