<

গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, লেবাননে আরও ৪৫

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় আরও ৯৫ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া, লেবাননেও হামলা অব্যাহত ইসরায়েলের। নেতানিয়াহু বাহিনীর হামলায় আরও ৪৫ লেবানিজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৬ স্বাস্থ্যকর্মীও।

আজ শুক্রবার (১ নভেম্বর) এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র বলা হয়েছে। যার মধ্যে বেশিরভাগ ফিলিস্তিনিই প্রাণ হারিয়েছেন অবরুদ্ধ উত্তর গাজায়।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার সারাদেশে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

এদিকে, নতুনভাবে আরও ৪টি এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। সামাজিকমাধ্যমে প্রকাশ করা হয়েছে একটি মানচিত্র। যাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র ঘাঁটি হিসেবে দুটি ভবনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই সেখানে অভিযান শুরু করবে ইসরায়েলি সেনারা। ভবনগুলোর আধা কিলোমিটারের মধ্যে কাউকে না থাকার নির্দেশ দেয়া হয়েছে।