<

বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভালো বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি।

বাংলাদেশের মানবাধিকার বিশ্বের যে কোন দেশের চেয়ে ভালো উল্লেখ করে উপদেষ্টা জানান, সংস্কার নিয়ে জানতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিয়েও জানতে চেয়েছেন ভলকার তুর্ক।সরকারের পক্ষ থেকে এসব নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাদের পাঠানো হবে তাদের যাচাই করে পাঠাতেও বলেছে সংস্থাটি। জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং করছে। এক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।