প্রায় ১৫ কোটি টাকার জাল স্টাম্প ও কোর্ট ফি তৈরি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় প্রায় ৪০ লাখ টাকার আলামত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে জাল স্টাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল চক্রটি। তৈরিকৃত এসব জিনিপত্র বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি করতো তারা।
ডিসি জানান, ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে গ্রেফতার হওয়া আলিম শেখের দেয়া তথ্য অনুযায়ী বিজয় স্বরণী, মিরপুর, সাভারের কয়েকটি প্রিন্টিং প্রেসে অভিযান চালায় গোয়েন্দারা। এ সময় প্রায় ১৫ কোটি টাকার জাল স্টাম্প ও কোর্ট ফি সহ গ্রেপ্তার করা আরও তিনজনকে।
তিনি আরও জানান, চক্রটি প্রথমে কাগজ সংগ্রহ করে, এরপর সেগুলো বিশেষ ক্যামিলের মাধ্যমে স্টাম্প ও কোর্ট ফি’র ছাপানোর কাজটি করে। সংবাদ সম্মেলন থেকে ডিসি মিডিয়া রেজিস্টার্ড ব্যবসাদীদের কাছে থেকে স্টাম্প ও কোর্ট ফি কেনারও পরামর্শ দেন।