বুধবার, ২৬ মার্চ ২০২৫
২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৭০

গাজায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরায়েল। তিন মাস পর পুনরায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এ হামলা চালাল তেল আবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারী দেশগুলোর ক্রমাগত যুদ্ধবিরতির আলোচনার আহ্বানের মধ্যেও গাজায় হামলা করে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী যা উদ্বেগের বলে জানিয়েছে জাতিসংঘ। একই দিনে তেল আবিবে ট্রাক চাপায় এক ইসরায়েলির মৃত্যু হয়েছে।

এক দিন আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার সকালে কামাল আদওয়ান হাসপাতাল থেকে অভিযান প্রত্যাহার করে নেয়। সেই হাসপাতালের কর্মীরা জানিয়েছেন যে কয়েক ডজন পুরুষ স্বাস্থ্যকর্মী এবং কিছু রোগীকে আইডিএফ আটক করেছে।

এদিকে, গাজায় ইসরায়েলের হামলার পাশাপাশি তেল আবিবের উত্তরের এলাকা রামাত হাশরনে বাসের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৪০ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে ইসরায়েলের পুলিশ।

তারা জানিয়েছে, ট্রাক চাপায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে এমন হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ। পুলিশ জানিয়েছে ট্রাকের চালক একজ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক।