মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেনা জমি দখলের অভিযোগ

দাতব্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেনা জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সুফি মোখলেছুর রহমান চিশতী নামে একজন ভুক্তভোগী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেনের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী দাবি করেন, ডাক্তার হাছান চিশতী তার জমি দখলে নিতে ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সাথে সখ্যতা থাকায় ডাক্তার হাছান নানা অপকর্ম করে আসছিলো বলেও অভিযোগ করেন তিনি।

এসময় ডাক্তার হাছানকে গ্রেফতারের দাবি জানান মোখলেছুর চিশতী। জানান, একসময় এই ডাক্তারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় যৌথভাবে জমি ক্রয় করেছিলেন তিনি।