নির্দিষ্ট সময়ে ভোটের ব্যবস্থা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গয়েশ্বর

নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

তখন বিএনপির এ নেতা অন্তর্বর্তীকালীন সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, জনগণ বিশ্বাস করে এই সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু তাদের অনেকেরই জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি

অল্প কয়েকদিনে নয়, দীর্ঘ লড়াইয়ের ফলেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এ অবস্থায় দেশে যাতে কোনো সাংবিধানিক জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।