পঁচিশের জুনে বা জুনের পরে নির্বাচন আয়োজন সম্ভব: ববি হাজ্জাজ

আগামী বছরের জুন মাস বা তারপর যে কোনো সময় জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন– এনডিএম।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মালিবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এ কথা জানান।

জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় রোডম্যাপ এবং নির্বাচন সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তুতি শেষ করার আহবান জানান মহাসচিব। তিনি বলেন, সার্চ কমিটি সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবে। পাশাপাশি এই কমিশনে ‘প্রধান নির্বাচন কমিশনারের বিশেষ সহকারী পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ককে রাখার প্রস্তাবও করেছে এনডিএম।