তথ্য গোপন করেছেন রাষ্ট্রপতি, এটি শাস্তিযোগ্য অপরাধ। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, একাধিক দেশের স্থায়ী নাগরিক তিনি। সেই হিসেবে তার রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই। অন্তত এই কারণেই তার পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন এই বিএনপি নেতা।
বিএনপির এই নেতা জানান, গণঅভ্যুত্থান কখনও সংবিধান মেনে হয় না। শেখ হাসিনা চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এটি সত্য কথা। এই তথ্য রাষ্ট্রপতি নিজে দিয়েছিলেন। এখন সেই পদত্যাগ পত্র খুঁজে না গেলে এর দায় কার?
তিনি আরও জানান, পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সব ক্ষেত্রেই দুষ্টচক্র তৈরি করেছিল বিগত সরকার। এই চক্র না ভাঙলে দেশে টিকে থাকাই অসম্ভব হয়ে যেতো। দিনের ভোট রাতে করে সরকার ক্ষমতায় টিকে ছিল। সেই ডামি সরকারের ডামি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন কি করলেন না, তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা রাখে না বলেও মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, নিজের টাকায় পদ্মাসেতু তৈরি হয়েছে বলা হয়েছে, অথচ সেই ঋণ শোধ করা হয় কাকে? সেই সময় চুপ্পুকে দুর্নীতি দমন কমিশনে বসানো হয়েছিল, তার দায়িত্ব ছিল পদ্মাসেতুর এই দুর্নীতিকে আড়াল করা। এ সময় এই সংকটকালে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।