নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা এখনও টিকে আছে বাংলাদেশের। বুধবার (২৩ অক্টোবর) গ্রুপ-এ’র শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেলে কোনো ধরনের সমীকরণ ছাড়াই শেষ চারের টিকিট কাটবে বাটলার শিষ্যরা।
ম্যাচের পর কোচ পিটার জেমস বাটলারের সাথে তেমন আলোচনা হয়নি মেয়েদের। মনিকা জানালেন তারা নিজেদের মধ্যে ভুল-ত্রুটিগুলো নিয়ে কথা বলেছেন, ভারত ম্যাচে করতে চান না কোনো ভুলের পুনরাবৃত্তি। তিনি বলেন, পাকিস্তানের বিপক্ষে আমরা তো একের পর এক আক্রমণ করেছি, আমাদের ফিনিশিংয়ে একটু সমস্যা ছিল, এজন্য হয়ত পারিনি।
তিনি আরও বলেন, আমরা খেলোয়াড়রা সবাই সবার সাথে আলাপ করেছি, কোন জায়গাতে কার কার ভুল হয়েছে বা কিভাবে খেলা দরকার, এগুলো নিয়ে আসলে সবাই আলোচনা করেছি। কী করলে আরও ভালো হতো সেটা নিয়েও আমরা খেলোয়াড়রা আলোচনা করেছি।
অপরদিকে, ভারতের বিপক্ষে হারলেও ৩ গোলের ব্যবধানে থাকতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। পাকিস্তানের সাথে কোনো রকমে ১-১ গোলে ড্র করে শেষ চারের আশা জিইয়ে রাখে সাবিনা খাতুনের দল। এ গ্রুপে একটি মাত্র ম্যাচ খেলে ১ পয়েন্ট ঝুলিতে রয়েছে বাংলাদেশের। সমান পয়েন্ট পাকিস্তানের থাকলেও এক ম্যাচ বেশি খেলেছে তারা।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে ভারত। তবে নেপালে অবাস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আশা নিজেদের সেরাটা দিয়েই শিরোপার লড়াইয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। যে পাকিস্তানকে গতবার গ্রুপ পর্বে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল, এবার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলে কোনোমতে ১-১ ড্র করেছে তারা।