কুষ্টিয়ায় চলছে ফকির লালন শাহ’র ১৩৪-তম তিরোধান দিবসের তিন দিনব্যাপী অনুষ্ঠান। এতে যোগ দিতে জেলার ছেউড়িয়ার আখড়াবাড়িতে পৌঁছেছেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-দর্শনার্থীরা।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিন সকালে বাল্য সেবার মধ্য দিয়ে শুরু হয় সাধু সঙ্গের কার্যক্রম। গুরু-শিষ্যের মধ্যে চলছে ভাব বিনিময়। দুপুরে পূণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে সাধু সঙ্গের মূল আনুষ্ঠানিকতা।
সন্ধ্যায় সঙ্গীত মঞ্চে আমন্ত্রিত অতিথিদের আলোচনা সভার পর রাতভর চলবে লালনগীতি। লালন মেলাকে ঘিরে জোরদার করা হয়েছে আখড়াবাড়ির নিরাপত্তা ব্যবস্থা।
গোটা মেলা প্রাঙ্গন রয়েছে সিসি ক্যামেরার আওতায়। পুলিশের পাশাপাশি আছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও।