<

নড়াইলে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

নড়াইলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ইউপি সদস্য ও তাঁদের কর্মী–সমথর্কেরা এ মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তাঁরা।

বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসাস) নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে কর্মসূচিতে ১৩টি ইউপির সদস্যরা অংশ নেন। তাঁদের মধ্যে আছেন শেখহাটি ইউপি সদস্য আনোয়ার শেখ, চণ্ডিবরপুর ইউপি সদস্য মোস্তফা কামাল, আউড়িয়া ইউপি সদস্য ওসমান শেখ, শাহাবাদ ইউপি সদস্য হুমায়ুন কবীর ও কলোড়া ইউপি সদস্য আশিকুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেননি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবেন না। তাই যত দিন মেয়াদ আছে, তত দিন তাঁদের কাজ করতে দিতে হবে।

হুমায়ুন কবীর বলেন, ‘আমরা মেম্বাররা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা জনগণের সেবক, সেবা দিতে চাই। আমরা জনগণের কাজ করে বাড়িতে পৌঁছে দিই। যদি ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হয়, তাহলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।’

মোস্তফা কামাল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আজকে যারা আপনাদের বিভিন্নভাবে ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করার জন্য প্রভাবিত করছে, তারা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনাদের (সরকারকে) বিপদে ফেলতে চায়। কারণ, তারা জানে ইউনিয়ন পরিষদ ভেঙে গেলে দেশের ১৮ কোটি মানুষ সেবা থেকে বঞ্চিত হবে।’

দাবি না মানলে ঢাকা অভিমুখে রওনা হওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ইউপি সদস্য আশিকুর রহমান বলেন, ‘বিগত তিনটা বছর আমরা সেবা দিতে পারি নাই, নানা কারণে। আগামী যে দুই বছর ক্ষমতায় আছি, আমাদের সঠিকভাবে পরিচালনা করুন। আমরা যেন সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, আমাদের ক্ষমতা এক দিন থাকাকালেও যেন অপসারণ না করা হয়। দাবি না মানলে আমরা নিজ নিজ ইউনিয়নের লোক নিয়ে ঢাকা অভিমুখে রওনা হবো।’