<

রাশিয়ায় রকেট পরীক্ষাকালে বিস্ফোরণে নিহত ৫

রাশিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনায় রকেট পরীক্ষাকালে ইঞ্জিন বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

দেশটির পারমাণবিক সংস্থা রোসাটোম এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার আর্চেঞ্জেলস্কের ন্যানোস্কা অঞ্চলে একটি লিকুইড প্রপেলান্ট রকেট ইঞ্জিন পরীক্ষাকালে এ দুর্ঘটনা ঘটে।

রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রকেট ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং পার্শ্ববর্তী শহরে বিকিরণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হোয়াইট সি খাড়িতে জাহাজ চলাচল স্থগিত করতে হয়েছে।

দুর্ঘটনায় সৃষ্ট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ওই অঞ্চলের বাসিন্দারা বর্তমানে আয়োডিন সংগ্রহে ছুটছে।

শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণে বায়ুমণ্ডলে কোনো ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়নি। বায়ুমণ্ডলে বিকিরণের হারও অপরিবর্তিত।

তবে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিস এমার্জেন্সি মন্ত্রণালায়ের তথ্য সূত্রে জানিয়েছে, দুর্ঘটনায় নোনোস্কার ৩০ কিলোমিটার দূরবর্তী সেভেরোভিন্সক অঞ্চলের বায়ুমণ্ডলে স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি বিকিরণের সৃষ্টি হয়েছে।