রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘বই পড়ে যুক্তি-তর্ক শুনে মুসলমান হয়েছি’

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় মডেল সারা। আফরিন খানকে বিয়ের পর তিনি মুসলিম হন। তবে কোনো চাপে পড়ে নয়, বরং পড়াশোনা করে নিজ সিদ্ধান্তে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে জানান এই মডেল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাতকারে সারা জানান, ধর্মান্তরের বিষয়টি একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে তাকে কেউ জোর করেননি। তিনি বলেন, ‘বিশ্বে আমার এমন অনেক মুসলিম বন্ধু রয়েছেন। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরেই আমি ইসলাম নিয়ে আলোচনা করেছি। ধর্ম পরিবর্তনের আগে বাইবেল পড়েছি, ভগবত গীতা পড়েছি, কোরআন পড়েছি।‘

সারা বলেন, `ধর্ম গ্রন্থ দিয়ে ভালো-খারাপ বিচার করার কিছু নেই। ধর্ম আপনাকে ন্যায়ের পথে ডাক নেয়। আমি আমার মনকে অনুসরণ করেছি যে আমি কোনপথে যেতেই। তারপরই সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হওয়ার আগে অনেক যুক্তিতর্ক শুনেছেন বলে জানান সারাহ। সব শুনে জেনে-বুঝে তারপর ইসলাম গ্রহণ করেন তিনি।

তার এই সিদ্ধান্তে আফরিন খানের পরিবার অনেক সহায়তা করেছেন। এবং সমর্থন দিয়েছেন সারার পরিবারও।