<

পাসপোর্ট জালিয়াতির ঘটনায় সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পরিচয় গোপন করে পাসপোর্ট নবায়ন ও জালিয়াতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার (১৪ অক্টোবর) দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

বেনজীর ছাড়া বাকি আসামিরা হলেন- পাসপোর্টের ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সাবেক পরিচালক ফজলুল হক, মুন্সী মুয়ীদ ইকরাম ও টেকনিক্যাল ম্যানেজার সাহেনা হক।

নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি অভিনব সব প্রতারণা করেছেন পুলিশের সাবেক এ কর্মকর্তা। সরকারি চাকরিজীবী হওয়ার পরও সাবেক আইজিপি বেনজীর সরকারি চাকরিজীবী পরিচয়ধারী নীল রঙের অফিশিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি ‘লাল পাসপোর্ট’। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন তিনি।

পাসপোর্ট হালনাগাদের সময় এই অনিয়ম ধরা পড়লে একবার তা আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র‍্যাব সদরদপ্তরে। কিন্তু প্রভাব খাটিয়ে বেনজীর সব ম্যানেজ করে নেন।