<

যেখানে ডাহা ফেল করেছিলেন রতন টাটা

ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। এই উদ্যোক্তা প্রায় সব ক্ষেত্রে সাফল্য পেলেও একটি জায়গায় তিনি চরম ব্যর্থ হয়েছিলেন। কোন সে ক্ষেত্র? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

২০০৪ সালে মুক্তি পায় রোমান্টিক সাইকোলজিক্যাল ঘরানার সিনেমা ‘এইতবার’। বিক্রম ভাটের এই সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া মার্কিন ছবি ‘ফিয়ার’-এর প্রেরণায় তৈরি হয় ছবিটি। তবে বক্স অফিসে চরম ব্যর্থ হয় ‘এইতবার’।

সাড়ে ৯ কোটি রুপি বাজেটের ছবিটি টেনেটুনে ৮ কোটি খরচ তুলতে সক্ষম হয়। কেবল বক্স অফিসেই ব্যর্থ হয়নি, সমালোচকদেরও মন জয় করতে ব্যর্থ হয় এই ছবি। বেশির ভাগ সমালোচকই এটিকে ‘অপ্রয়োজনীয়’ সিনেমা বলে রায় দেন।

অনেকেই জানেন না, ‘এইতবার’ ছবিটির অন্যতম প্রযোজক ছিলেন রতন টাটা। তবে এই একবারই সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি। প্রথম চেষ্টাতেই ব্যর্থ হওয়ায় আর বলিউডমুখো হননি তিনি।