বুধবার, ২১ মে ২০২৫
২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের যেকোনো দুঃসাহসে কঠোর জবাবে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের যেকোনো দুঃসাহসে কঠোর জবাবে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) পাঞ্জাব প্রদেশের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) সামরিক মহড়া পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

জেনারেল মুনির বলেন, ভারতের দিক থেকে কোনো সামরিক দুঃসাহসের চেষ্টা করা হলে তাৎক্ষণিক ও জোরালো জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরকার এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। হামলার আগে কাশ্মির নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের সেনাপ্রধান।

-সায়মন ইসলাম

guest


0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments