মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দর-এ সতর্কতা জারি,রোম থেকে ঢাকায় আসা বিমানে বোমা আতঙ্ক

হযরত শাহজালাল বিমানবন্দর

রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা থাকার সন্দেহে বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল বিমানবন্দর-এ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।


বিমানবন্দর সূত্রে জানা যায়, রোম থেকে ঢাকার পথে বিমানের পক্ষ থেকে সতর্কবার্তা আসে যে, ফ্লাইটটিতে কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ তথ্য পাওয়ার পরই ঢাকায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।


সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দর-এ নিরাপদে অবতরণ করে। অবতরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বিমান থেকে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুকে দ্রুত ও নিরাপদে নামিয়ে আনা হয়।


বোমা থাকার সন্দেহে বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়। বিমানটির অভ্যন্তরে বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটসহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো তল্লাশিতে অংশ নিয়েছে।


বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রাথমিকভাবে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তা চেকপয়েন্টে কড়া নজরদারি চালানো হচ্ছে।


বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে বেশ কয়েকটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বোমা থাকার আতঙ্ক সঠিক ছিল কিনা তা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সকলকে নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।

-সায়মন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments