হরিয়ানায় জয় নিশ্চিত হতেই রাহুল গান্ধির জন্য জিলাপি পাঠালো বিজেপি

ভারতের হরিয়ানায় বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিতের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধির জন্য জিলাপি পাঠালো বিজেপি। মিষ্টান্নটি ঘিরে রাহুলের কড়া সমালোচনার জবাবে এমন পাটকেল ছুড়লো মোদির দলীয় কর্মীরা। খবর আজকালসহ একাধিক সংবাদমাধ্যমের।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল নিশ্চিতের পর কংগ্রেসের নয়াদিল্লির হেডকোয়ার্টারের ঠিকানায় অনলাইনে পাঠানো হয় এক কেজি জিলাপি। এক্স হ্যান্ডলে দেয়া পোস্টে নিজেরাই সে কথা জানিয়েছে হরিয়ানা বিজেপি।

মূলত নির্বাচনী প্রচারণায় জিলাপি ইস্যুতে বিজেপির সমালোচনা করেছিলেন রাহুল। এক জনসভায় হরিয়ানার বিখ্যাত মাথুরামের জিলাপি নিয়ে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা। তিনি বলেছিলেন, রাজ্য ছাড়িয়ে গোটা ভারতে এমনকি দেশের বাইরে ছড়িয়ে দেয়ার সুযোগ রয়েছে এই অঞ্চলের জিলাপির। কিন্তু ব্যবসায়ীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা তুলে নেয়ার অভিযোগ করে বিজেপির নীতির সমালোচনা করেছিলেন রাহুল। তারই জবাবে এবার জিলাপি পাঠিয়ে রাহুলকে জবাব দিলো বিজেপি।