ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ১৮০৩ সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমানরা। সিপাহী বিপ্লবের সূচনা করেছিল মুসলমানরা। ৪৭ সালের আন্দোলনে দেশ বিভক্তিতে ভূমিকা রেখেছিল মুসলমানরা। এদেশ স্বাধীন করেছিল মুসলমানরা। এজন্য বলতে হবে দেশ মুসলমানদের, অধিকার সবার।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় হোয়াইট হল মিলনায়তনে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার আয়োজনে ‘আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে রাসুলের (সা.) এর ভূমিকা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।