সাভারে ভয়াবহ দুর্ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন।
সাভারে ভয়াবহ দুর্ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স এবং দুটি চলন্ত বাসের মধ্যে সংঘর্ষের পরপরই অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রুবেল বলেন, “রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের প্রচেষ্টায় ২টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই চারজনের প্রাণহানি ঘটে।”
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম জানান, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, অ্যাম্বুলেন্সে থাকা চারজন মারা গেছেন। দুর্ঘটনার কারণ ও বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি।”
এই মর্মান্তিক দুর্ঘটনা মহাসড়কে চলাচলের নিরাপত্তা ও যানবাহনের গ্যাস সিলিন্ডারের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্থানীয়দের মতে, মহাসড়কে নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি।
-সাইমন ইসলাম