বুধবার, ১২ মার্চ ২০২৫
১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উদ্বোধনের আগেই শিক্ষার্থীরা বিক্ষোভ

উদ্বোধনের আগেই শিক্ষার্থীরা বিক্ষোভ

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার শেষে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধনের চেষ্টা করলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ জানান

২০২৩ সালের ডিসেম্বরে সংস্কার শেষে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’ হিসেবে উদ্বোধনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, মাঠটি দখল করছে সিটি করপোরেশন। উদ্বোধনের আগেই শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পুরান ঢাকার বকশী বাজারের আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে নেমেছেন। তারা মাদরাসা মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একইসঙ্গে রাতেই অজ্ঞাত ব্যক্তিরা ওই মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়িয়ে দেয়।

রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা আলিয়া মাদরাসার আশপাশের সব সড়ক বন্ধ করে মাদরাসা মাঠ পুনরুদ্ধারের দাবি জানান। তবে মধ্যরাতে আদালতের এজলাস কক্ষে আগুন দেওয়ার ঘটনায় দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

-সাইওমন ইসলাম

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments