বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ আরিফের দাফন সম্পন্নতে সকলের দুঃক্ষ প্রকাশ

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন স্তরের উপদেষ্টা, কর্মকর্তা, কর্মচারী এবং তার ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সকলেই গভীর শোক এবং শ্রদ্ধায় তাকে বিদায় জানান।

এ এফ হাসান আরিফের মৃত্যুতে সারা দেশ আজ রাষ্ট্রীয় শোক পালন করছে। সরকারি ঘোষণা অনুযায়ী, দেশের সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকের এই দিনে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের মাধ্যমে জাতি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তার অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এ এফ হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন দক্ষ প্রশাসক, অভিজ্ঞ উপদেষ্টা এবং মহান ব্যক্তিত্বকে হারিয়েছে।

হাসান আরিফের স্মৃতি চিরদিন জাতির হৃদয়ে অমলিন থাকবে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই তার আত্মার চিরশান্তি কামনা করছে।

      -সাইমুন ইসলাম

      guest
      0 মতামত সমুহ
      Inline Feedbacks
      View all comments