নিজ দেশ থেকে প্রবাসে যেতে হলে বিশ্বে সবচেয়ে বেশি খরচ করতে হয় বাংলাদেশিদের। অথচ অনেকগুলো দেশে যাওয়ার জন্য খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে সেই সুবিধা পাচ্ছেন না প্রবাসীরা। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি অর্থ খরচ করে যেতে হ প্রবাসে। এরপর মধ্যস্বত্ত্বভোগীদের মাধ্যমে গিয়ে মেলে না কাজ। এতে মানবেতর জীবনযাপন করতে হয় রেমিট্যান্সযোদ্ধাদের। যুগ যুগ ধরে এমনটি চলে আসলেও কোনো সুরাহা হচ্ছেই না এসব সমস্যার। সরকারিভাবেও তেমন জোরালো কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে প্রবাসী কর্মীদের দুর্ভোগও কমে না। বিশেষজ্ঞদের পরামর্শ এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে যমুনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘২৪ ঘণ্টা’য় আলোচনা হয় ‘অভিবাসন খাতের নানা সম্ভাবনা ও সংকট’ বিষয়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাবেক পরিচালক ড. মো. নুরুল ইসলাম, ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান।