বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মাটিতে আর কখনও আওয়ামী লীগের স্থান হবে না: দুলু

বাংলাদেশের মাটিতে আর কখনও আওয়ামী লীগের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, গত ১৫ বছর দেশ পরাধীন থাকার পর স্বাধীন হয়েছে। এতে দেশের মানুষ ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোরে চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর সেখানকার কিছু লোক ধর্ম নিয়ে মিথ্যা ছড়িয়ে মানুষের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্টের পায়তারা করছে।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের ষড়যন্ত্র সর্ম্পকে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্মবর্ণের মানুষকে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন, দুলুর সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

guest


0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments