শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাই কবি হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখবে: ফারুকী


কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ঢালিউড নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কবিরা তার কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। হেলাল হাফিজও তার কবিতার মাধ্যমেই বেঁচে থাকবে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা শেষে ফারুকী এ মন্তব্য করেন। এসময় কবির পরিবার, ভক্ত-অনুরাগীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

কবি হেলাল হাফিজের একাকী জীবন নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, তিনি তার পছন্দ অনুযায়ী জীবন অতিবাহিত করেছেন। তিনি এই জীবনেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমার মনে হয় না, এ জীবন নিয়ে তার কোনো আক্ষেপ বা অভিযোগ ছিলো।

কবি হেলাল হাফিজকে মরণোত্তর কোনো পদক দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুকী বলেন, কবি কখনও পুরস্কার বা পদকের জন্য লেখেন না। তবে, কবির প্রতি কৃতজ্ঞতা হিসেবে জাতির পুরস্কার দেয়া উচিৎ। আমাদের দুর্ভাগ্য যে, আমরা বেঁচে থাকা অবস্থায় তাকে একুশে পদক বা স্বাধীনতা পদকের মতো কোনো পুরস্কারে ভূষিত করতে পারিনি। এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করবে বলেও জানান তিনি।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments