বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সার্বভৌমত্বের বিষয়ে আপসের সুযোগ নেই: ডা. জাহিদ

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনওধরনের আপসের সুযোগ নেই। তাই গোটা দেশ ঐক্যবদ্ধ। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাগপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

ড. জাহিদ বলেন, ভারতের সরকার ও কতিপয় রাজনৈতিক দল বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি দিচ্ছে। ভারত শুধু পতিত স্বৈরাচারকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে রাজনীতি করার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, ভারতে বসে অন্তর্বর্তী সরকারকে ব্যার্থ করতে ষড়যন্ত্র করছে পতিত সরকার। নানাধরনের অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। তবে বাংলাদেশের মানুষ কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানিতে পা দেয়নি। কারণ, এ জনপদের মানুষ অসাম্প্রদায়িক। এসময় ভারত কতটা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন তোলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments