দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংস অবস্থা, প্রাকৃতিক দুর্যোগসহ করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবের ফলে প্রাথমিক স্তরের ৫৫ শতাংশ শিক্ষার্থী আতঙ্কিত। তাতে স্কুলে না যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে ৩৭ শতাংশের।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’ ও ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধাবানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ জরিপের তথ্য তুলে ধরা হয়।
এই জরিপে অংশগ্রহণকারীদের মতামত অনুযায়ী, শিশুদের মধ্যে ৩৬ দশমিক ৫ শতাংশ পড়ালেখায় অমনোযোগী, ২৮ দশমিক ৬ শতাংশের মানসিক ক্ষতি সাধন, ৭ দশমিক ৯ শতাংশ শিশুর মেজাজ খিটখিটে হয়ে গেছে বলে দৃশ্যমান হয়েছে।
মতবিনিময় সভার প্রধান অতিথি প্রথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তার বক্তব্যে বলেন, শুধু কাউন্সিলিং করে এই সমস্যার সমাধান হবে না। সামাজিকভাবে সবার এগিয়ে আসা দরকার। স্কুলগুলোর পড়াশোনার ধরন বদলানো, স্কুল প্রাঙ্গন দৃষ্টিনন্দন করাসহ নানা বিষয়ে মনযোগ দিতে হবে।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, সরকারি প্রাথমিক স্কুলে নজর দিতে হবে সরকারকে। খেলার মাঠ উদ্ধার করা কিংবা নতুনভাবে ব্যবস্থা করাসহ নানা চ্যালেঞ্জ নিতে হবে কর্তৃপক্ষকে।
সারাদেশ থেকে আসা শিক্ষার্থী-অভিভাবকরা এতে তাদের মতামত তুলে ধরেন। বিশের করে সব স্কুলে মিড ডে মিল চালুর বিষয়ে তাগিদ দেয়া হয়।