বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মেসবাহ তালুকদার (৯)নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মেসবাহ তালুকদার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে মেসবাহ তালুকদার সড়ক পার হচ্ছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments