বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ

আগরতলায় বাংলাদেশ

আগরতলায় বাংলাদেশ এর সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিছিলটি বের হয়।

বক্তারা বলেন, ভারত নানা মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে দেশের গণমাধ্যমে প্রতিনিয়ত মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে, তারা কখনোই বাংলাদেশের বন্ধু নয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব নিয়ে যেকোনো রকমের ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে ছাত্র-জনতা।

মিছিলটি মিরপুর ১০ নম্বর থেকে শুরু হওয়া মিছিল মিরপুর-৬ ও মিরপুর-২ নম্বর ঘুরে আবারও ১০ নম্বর গোলচত্বরে এসে শেষ হয়।

guest
0 মতামত সমুহ
Inline Feedbacks
View all comments