বিচারের শুদ্ধতার জন্যেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় এ কথা বলেন আইন উপদেষ্টা।
আইন উপদেষ্টা বলেন, সবার সাথে আলোচনা করেই রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেয়া হয়েছে। বিচার যেনো কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনে কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে। তবে সেসব খুব সীমিত আকারে রাখা হয়েছে।