সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রজেক্ট মার্কেটে সেরার পুরস্কার পেয়েছে অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সিনেমার প্রকল্প ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’।
পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে গত সোমবার মিমির হাতে এই পুরস্কার দিয়েছে উৎসব কর্তৃপক্ষ। প্রজেক্ট মার্কেটে আটটি সিনেমার প্রকল্প জমা পড়েছিল, সেখান থেকে সেরার পুরস্কার বাগিয়েছে ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’।
ছবিটি পরিচালনা করছেন আফসানা মিমি। প্রজেক্টটির চিত্রনাট্য যৌথভাবে তৈরি করেছেন আফসানা মিমি ও ছবির প্রযোজক তানভীর হোসেন।
এই পুরস্কারপ্রাপ্তিতে মিমি ও তানভীরকে অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ছবিটি নির্মাণ দেখতে মুখিয়ে আছি।’
ছবিটি এখনো নির্মিত হয়নি; প্রকল্প আকারে রয়েছে। ২০২৬ সালের শুরু দিকে ছবিটির শুটিংয়ের পরিকল্পনার কথা জানালেন প্রযোজক তানভীর হোসেন। তিনি আজ প্রথম আলোকে জানান, ছবির গল্প নিয়ে কাজ করছেন তাঁরা।
২০২৩ সালে বুসান ফিল্ম স্কুলে পড়াকালে চিত্রনাট্যে হাত দিয়েছিলেন তানভীর। প্রকল্পটির বাংলা নাম ‘লাল বাতির নীল পরী’; প্রকল্পটি এ বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে প্রথম পুরস্কার পেয়েছিল।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিয়মিত হয়েছেন মিমি। সর্বশেষ তাঁর নির্মিত ওয়েব সিনেমা ‘অব দ্য মার্ক’ আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।