সনাতন ধর্মালম্বীদের ৮ দফার পাশে আছে বিএনপি বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সংখ্যালঘুদের উপর হামলার বিচার করা হবে।
আজ বুধবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে পুজামন্ডপ পরিদর্শনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, এবারের পুজা একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। অসুর শক্তি শেখ হাসিনার পদত্যাগ করেছেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। যেখানে কোন ধর্মান্ধতা থাকবে না, কোন ঘৃণার রাজনীতি থাকবে না।
আওয়ামী লীগ আমলে হিন্দু ধর্মালম্বীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে- মন্তব্য করেন বিএনপি মহাসচিব। পরে তিনি বনানী পুজামন্ডপও পরিদর্শন করেন।
এদিকে, দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ২ লাখ টাকা দলের ত্রাণ তহবিলে জমা দেন তিনি।