লিভারপুলের ইতিহাসে এক অনন্য রেকর্ড স্লটের

দায়িত্ব নিয়েই প্রতিপক্ষের মাঠে টানা ছয় জয়ে দারুণ এক কীর্তি গড়লেন লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট। যা ক্লাবটির ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জার্মান ক্লাব লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর তাতেই প্রতিপক্ষে মাঠে টানা ৬ জয়ের রেকর্ড গড়েন স্লট।

৪৬ বছর বয়সী এই কোচের অধীনে ইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ ও লিগ কাপে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১টিতেই জিতেছে অলরেডস। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে স্লটই প্রথম কোচ, যে তার প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছেন। এসময় ম্যানইউ, এসি মিলান, উলভারহ্যাম্পটন, ক্রিস্টাল প্যালেস ও লাইপজিগের মাঠে জয় পেয়েছে তার দল।

যার হাত ধরে রেকর্ড রেকর্ডের ডালি খুলেছে, সেই স্লট অবশ্য চোখ রাখছেন শিরোপায়। তিনি বলেন, এত বড় ক্লাবে কিছু অর্জন করতে পারা দারুণ ব্যাপার। রেকর্ড অবশ্যই ভালো কিছু, তবে রেকর্ডের চেয়ে ভালো একটা বিষয় আছে। আর তা হলো ট্রফি। সেই ট্রফিতেই লক্ষ্য আমার।