নিষিদ্ধের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ

নিষিদ্ধের সিদ্ধান্তকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যানের কথা জানিয়েছে ছাত্রলীগ।

এদিকে, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ।

বুধবার রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে, নিষিদ্ধ করার বিষয়টিকে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করার কথা জানানো হয়।

অন্তর্বর্তী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দাবি করে বিবৃতিতে তারা আরও জানায়, আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা লুকানোর জন্য ছাত্রলীগের মতো একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে অবৈধ, অসাংবিধানিক, দেশবিরোধী উল্লেখ করে সরকারের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।