বৈশ্বিক ক্রেতারা আস্থা রাখছে বাংলাদেশ পোশাকখাতে

স্থিতিশীলতা ফিরছে তৈরি পোশাকখাতে। বৈশ্বিক ক্রেতারা আস্থা রাখছে বাংলাদেশের ওপর। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকের সুদহার কমানোর পাশাপাশি বাজার ধরে রাখতে নিশ্চিত করতে হবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক। তবে সম্প্রতি শ্রম অসন্তোষে বিপাকে পড়ে এ খাতটি। নিরাপত্তাহীনতা এবং শ্রম অসন্তোষে হাতছাড়া হয়ে যায় প্রায় ৫ বিলিয়ন ডলারের অর্ডার। বিজিএমইএ-এর হিসাবে আগস্ট-সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষে পোশাকখাতে ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি ডলার।

তবে আশার কথা হলো, অচলাবস্থা কেটে পোশাকখাত ফিরছে স্বাভাবিক উৎপাদনে। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরতে শুরু করেছে বিদেশি ক্রেতারাও।

মাইশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া বর্তমান পরিস্থিতিতে পোশাকখাতে সরকারি প্রণোদনা পুনর্বহালের পাশাপাশি সুদহার কমানোর দাবি জানান।

বিজিএমইএর সাবেক পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী ক্রেতাদের আস্থা রাখতে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ধরে রাখার দাবি জানান।