স্বামীর মরদেহের কাছে পড়ে থাকা নিখোঁজ হাইকারকে তীব্র ঠাণ্ডায় বাঁচিয়ে রাখলো কুকুর

কয়েক দিন আগে স্বামীকে নিয়ে হাঁটতে বেরিয়ে পথ হারিয়েছিলেন পামেলা হেলমস্ট্যাডটার। বেশ কয়েক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিলো না মার্কিন হাইকার দম্পতিকে। অবশেষে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ওয়াশিংটন কাউন্টির আলেকজান্ডারের জঙ্গল থেকে ৭২ বছর বয়সী এই নারীকে উদ্ধার করা হয়েছে।

পামেলাকে তার স্বামীর মরদেহ দেহ থেকে প্রায় ২শ’ গজ দূরে পাওয়া যায়। এ সময় তার পাশে ছিল লুচি নামে তাদের পোষা কুকুরটি। উদ্ধারের আগ মুহূর্ত পর্যন্ত পামেলাকে বুকে জড়িয়ে রেখে নিরাপদ রাখার চেষ্টা করছিলো ওই কুকুরটি।

পামেলাকে উদ্ধারের বিষয়ে মাইন ওয়ার্ডেন সার্ভিস জোশ বিল পোষা কুকুরটির সম্পর্কে বলেন, ‘কে-নাইন টিম যখন তাকে (পামেলা) খুঁজে পায়, তখন তাঁর কুকুরটি তার প্রতি খুব যত্নশীল ছিল।’

জোশ জানান, উদ্ধারের মুহূর্তে কুকুরটি পামেলার বুকের ওপর শুয়ে থেকে তাকে উষ্ণ রাখার চেষ্টা করছিল। আর এভাবেই সে তার মালিককে বাঁচিয়ে রেখেছে।