বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চান তারেক

দেশের মানুষের ওপর আর্থিক চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রজতজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সর্বস্তরের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।’

তিনি বলেন, মানুষ যখন অর্ধভোজিত থাকবে তখন নিছক মিষ্টি কথাই যথেষ্ট হবে না।

তারেক রহমান বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য কমাতে এবং জনগণকে স্বস্তি দেওয়ার অগ্রাধিকার হিসেবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ছাড়িয়ে গেছে।

বিএনপি নেতা বলেন, ‘বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া চ্যালেঞ্জিং হলেও সদিচ্ছা ও যথাযথ হস্তক্ষেপে তা অসম্ভব নয়।’

তারেক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সহযোগীরা এখনো সরকারের জন্য জটিলতা সৃষ্টি ও সফলতা ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করছে।

বিএনপি নেতা আরও বলেন, সরকারের বেহাল অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা একটি সুস্পষ্ট অগ্রাধিকার এজেন্ডা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।