হাইকোর্ট বেঞ্চের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ওই বিচারপতিরা চায়ের আমন্ত্রণে সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে একে একে প্রবেশ করছেন। পরে তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্টার বলেন, আপাতত ১২ জন বিচাপতিকে বেঞ্চ দেওয়া হচ্ছে না। তাদের বিচারিক দায়িত্ব দেওয়া হচ্ছে।

এর আগে দুর্নীতি ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠা হাইকোর্টের ১২ জন বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ উপলক্ষে প্রধান বিচারপতির বুধবার দিনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

    একই সঙ্গে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও নেতারা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে দুপুর দুইটার মধ্যেই ওই বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দেন। তারপর দুপুর দুইটার আগেই ওই বিচারপতিদের ছুটিতে পাঠানোর খবর এলো।