তীব্র ঠাণ্ডায় ওখোটস্ক সাগরে ৬৭ দিন ভেসে থাকা রুশ নাগরিককে জীবিত উদ্ধার

তীব্র ঠাণ্ডায় ওখোটস্ক সাগরে একটি ছোট্ট নৌকায় ৬৭ দিন ভেসে থাকার পর একজন রাশিয়ান ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ছোট ইনফ্লেটেবল নৌকার ইঞ্জিন অকেজো হয়ে পড়ায় শেষ পর্যন্ত আর গন্তবে পৌঁছাতে পারেনি ঐ ব্যক্তির নৌকা। 

পিচুগিনকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ কর্তৃপক্ষ। এতে দেখা গেছে—উদ্ধারের মুহূর্তে কমলা লাইফজ্যাকেট পরা পিচুগিন একটি খুঁটিতে লাল পতাকা বেঁধে ছোট্ট নৌকাটির ওপর দাঁড়িয়েছিলেন। 

গত ৯ আগস্ট, ৪৯ বছর বয়সী মিখাইল পিচুগিন পূর্বাঞ্চলীয় খাবারাস্কি ক্রাই থেকে সাখালিন দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সাথে ছিলেন ভাই ও ১৫ বছর বয়সী ভাইপো। নির্বিঘ্নেই সাখালিন দ্বীপে পৌঁছান তারা। বিপত্তি ঘটে ফেরার পথে। মাঝ সাগরে অকেজো হয় ইঞ্জিন। সেই থেকে উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকে নৌকা।

এর মাঝে খাবার ও পানির অভাবে মারা যায় ভাই ও ভাইপো। ৬৭ দিন পর নৌকাটি কামচাটকা উপদ্বীপের কাছাকাছি এলে এক জেলে নৌকাটি দেখতে পান। এরপর-ই উদ্ধার করা হয় মিখাইলকে।

মিখাইলের পরিবার জানায়, নৌকায় মাত্র দুই সপ্তাহ’র খাবার মজুদ ছিল। অন্যদিকে, পানি ছিল মাত্র ১৮ লিটার। বৈরী আবহাওয়া আর খাবারের অভাবে গুরুতর পানিশূণ্যতা ও হাইপোথার্মিক অবস্থায় মিখাইলকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি বিভাগের সদস্যরা।

উদ্ধারের পর পিচুগিনকে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় মাগাদান শহরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি ক্ষতবিক্ষত ও গুরুতর অবস্থায় থাকলেও ঠিক আছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।