অন্তর্বর্তী সরকার জনগণের : জামায়াত আমীর

অন্তর্বর্তী সরকার জনগণের এর কাছ থেকে কেউ ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়েনের চেষ্টা করলে তার পরিণতি স্বৈরাচারের মতোই হবে বলে মন্তব্য করেছেন জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার সকালে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে বাংলাদেশ মজলিসুল মুফাস্সিরিন-এর সম্মেলনে এ মন্তব্য করেন জামায়েতের আমির।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের সরকার, কারো একক স্বার্থ হাসিল তাদের এজেন্ডা হওয়া উচিত নয়। ছাত্র আন্দোলন নিয়েও কাউকে একক কৃতিত্ব দাবি করার ব্যাপারে হুঁশিয়ার করেন তিনি।

বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জামায়াতে ইসলামী যখন আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, তখন অনেক দল তাদের পাশে দাঁড়ায়নি। এর আগে, রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন।