পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা, অন্তত ২০ শ্রমিক নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে একটি কয়লাখনিতে সন্ত্রাসী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খনি শ্রমিক। হামলায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বেলুচিস্তান প্রদেশের দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র হামলা হয়। এতে অন্তত ২০ জন খনি শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুকি স্টেশন হাউজ অফিসার হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। পাশাপাশি খনি লক্ষ্য করে রকেট লঞ্চার ও গ্রেনেড ছোড়ে।’

জেলা হাসপাতালের চিকিৎসক জোহর খান শাদিজাই বলেন, ‘জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মরদেহ এসেছে। এ ছাড়া ছয়জনকে আহত অবস্থায় আনা হয়েছে।’

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে অবস্থান করছিলেন।

ডিসি কাকার বলেন, ‘নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ তাদের নিজ নিজ শহরে নিয়ে যাওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য লোরালাই তহসিল সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে।’

বেলুচিস্তানে বিপুল সংখ্যক বিচ্ছিন্নতাবাদী বসবাস করেন। বিভিন্ন বেলুচ জাতিগোষ্ঠী মিলে একটি আলাদা রাষ্ট্রের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এর অংশ হিসেবে খনিতে হামলা বলে ধারণা করা হচ্ছে। যদিও এই হামলার দায় স্বীকার করে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত বিবৃতি দেয়নি।