ফ্রান্স থেকে নির্বাসিত হলেন ওসামা বিন লাদেনের ছেলে

ফ্রান্স থেকে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর বিন লাদেনকে বহিস্কার করেছে দেশটির সরকার।

ওমর বিন লাদেনকে ফ্রান্সে নিষিদ্ধ করার আদেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটাইলিউর স্বাক্ষরের কথা এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম NDTV।
২০১৬ সাল থেকে ফ্রান্সের নর্মান্ডি গ্রামের ছবি আঁকতে সেখানে বসবাস করছিলেন লাদেনের ছেলে ওমর বিন লাদেন। তবে ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে বহিস্কারের আদেশ জারি হয়। তবে ওমর বিন লাদেনকে কোথায় পাঠানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন।