আত্মগোপনে থাকা পুলিশের তথ্য জানানোর অনুরোধ

এখনো পুলিশের অনেক সদস্য আত্মগোপনে আছেন উল্লেখ করে তাদের তথ্য জানানোর অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

এসময় মাইনুল হাসান বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে। তারা অনেক অ্যাক্টিভ হয়েছে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়ে তিনি বলেন, ঢাকা মহানগরীর প্রতিটি মণ্ডপে চেকপোস্ট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করা হবে। আনসার বাহিনী থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাব টহল ও নিরাপত্তায় থাকবে। বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। মণ্ডপের আশেপাশে যেন মেলা বসানো না হয় সে বিষয়ে বলা হয়েছে। নদী পথেও টহল থাকবে।

তিনি জানান, এবার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে মোট আড়াশ’ পূজা মণ্ডপে পূজা হবে।

ডিএমপি কমিশনার বলেন, এ বছর ঢাকায় ১৫টি স্থান বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। সেখানে নৌপুলিশসহ থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের কাজ শেষ করার অনুরোধ করা হলো।